বাঘারপাড়া প্রতিনিধি।
বাঘারপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নাসির হায়দারসহ আট জন কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার( ২ নভেম্বর ) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- মাষ্টার নাসির হায়দার, আব্দুল কুদ্দুস,আব্দুল জলিল, সেলিম রেজা, হাফিজুর রহমান ও মোক্তার মোল্যা।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের সবাইকে প্রিজন ভ্যানে করে যশোর আদালতে পাঠান হয়েছে।