যশোর স্টেডিয়ামে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শুরু হয়েছে। শুধু স্টেডিয়ামের সভাস্থলই না, যশোর শহর জনসমুদ্রে পরিণত হয়েছে। বেলা তিনটার কিছু আগে প্রধানমন্ত্রী জনসভার মঞ্চে উপস্থিত হন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি মঞ্চে ওঠেন। এই সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।
এদিকে, সমাবেশকে কেন্দ্র করে যশোর জেলার আট উপজেলাসহ আশপাশের জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা জনসভায় এসেছেন। দুপুরের আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ যায়। সকাল থেকেই জনসভাস্থল অভিমুখে মানুষের ঢল দেখা নামে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাদা গেঞ্জি ও লাল-সবুজ টুপি পরে পুরুষ কর্মী-সমর্থকরা এবং লাল পাড়ের সবুজ শাড়ি পরে নারী কর্মী-সমর্থকরা এসব মিছিল নিয়ে আসেন। সকাল থেকে যশোর শহরের বিভিন্ন সড়কে এমন দৃশ্য দেখা যায়।
যশোরে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মাঠ কানায় কানায় ভরে গেছে। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাসের সাথে সকাল ৭টা থেকে জনসভা স্থলে সাধারণ মানুষ আসা শুরু করে। বেলা ১১টার মধ্যে জনসভা স্থলটি জনসমুদ্রে পরিণত হয়। জনসভা স্থল পেরিয়ে আশাপাশের এলাকায় লোকে লোকারণ্য হয়ে উঠেছে। পুরো শহর উৎসবমুখর হয়েছে উঠেছে।
স্লোগানে স্লোগানে ঢাক-ঢোল বাজিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় সময় গুনছে লাখ লাখ জনতা।
যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জানান, সকাল থেকে প্রধানমন্ত্রীর জনসভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে লোকজন আসা শুরু করে। বেলা ১১টার দিকে জনসভা মাঠ পরিপূর্ণ হয়েছে। প্রায় ছয় লাখ মানুষ জনসভা স্থলে প্রবেশ করেছেন। আশা করা যাচ্ছে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম ঘটবে।