যশোরের মণিরামপুর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে যশোর-মণিরামপুর সড়কে বেগারিতলা বাজারে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সড়কটি দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিলো। পরে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মমিনের ছেলে জিয়া (৪০), টুনিয়াঘর উত্তরপাড়ার বাবু মিরের ছেলে তহিদুল ইসলাম (৩৫), শামছুর রহমানের ছেলে রফিজ মির (৫৮), হাবিবুর রহমান পচা (৫৮) ও তার ছেলে তহিদুল ইসলাম তহিদ (২৬)। স্বাধীন আলো