মণিরামপুর প্রতিনিধি।
যশোরের মণিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে ঘটনাস্থলে দু যুবক নিহত হয়েছেন। ঘটনাটি বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১০ টায় দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা নামক স্থানে ঘটেছে। এসময় ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- মণিরামপুরের মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২) ও মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮)।
দুর্ঘটনার খবর জানতে পেরে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছেন। ফায়ার সার্ভিস সুত্র জানায়, নিহত ওই দুইজন একত্রে মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জ থেকে মণিরামপুরে বাজারে যাচ্ছিলেন। তারা দুর্ঘটনাস্থল কাশিপুর বটতলা নামক স্থানে পৌঁছুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্রিজে ধাক্কা লেগে ছিটকে পড়ে পাশের খেজুর গাছের সাথে পুনরায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়’।
থানার এসআই আব্দুল হান্নান দু যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।