দেবহাটা প্রতিনিধি।
সাতক্ষীরা আলিপুর সকালের খাবার খেয়ে একই পরিবারের ৩জন অচেতন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে ১১মার্চ শনিবার সকাল ৯টায় সদর উপজেলার দক্ষিন আলিপুর গ্রামে।
জানা যায়, দক্ষিন আলিপুর গ্রামের মৃত আঃ রহিম সরদারের ছেলে আলিপুর হাটখোলা হুসাইন মসজিদের সাধারন সম্পাদক আলহাজ্ব রবিউল ইসলাম (লাল্ট) (৫৮) তার স্ত্রী খাদিজা খাতুন খুকুমনি (৪৮) ও তার পুত্র আব্দুল্লাহ(৪) ।
একই পরিবারের ৩জন শনিবার সকালে ভাত খাওয়ার পর পরেই অচেতন হইয়া পড়লে তাৎক্ষনিক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারনা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা পরিকল্পিত ভাবে উক্ত বাড়ি থেকে চুরি করার উদ্দ্যেশে ১০মার্চ শুক্রুবার রাতে যে কোন সময় ভাতের হাড়ির মধ্যে অচেতন নাশক ঔষধ মিশিয়ে দেন। কিন্তু পরিবারের ৩জন সদস্যের মধ্যে কেহ ওই রাতে ভাত খায়নি। সেই ভাত সকালে খাওয়ার পর পরই তিন জন অচেতন হইয়া পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের স্বামী ও স্ত্রী জ্ঞান ফিরেনি। তবে শিশুটি অল্প ভাত খাওয়ার কারনে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে সুস্থ আছে।
এব্যাপারে সদর থানায় অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানকে মৌখিক ভাবে জানানো হলে ১২মার্চ রবিবার বিকাল সাড়ে ৪টায় সদর থানার এস আই (নিঃ) তন্ময় কুমার বসু ও এ এস আই সৈয়দ আলী দক্ষিন আলিপুর ঘটনা স্থলে তদন্ত করেন।