1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ধূমপানে বিশ্বে বাংলাদেশ অষ্টম - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন

ধূমপানে বিশ্বে বাংলাদেশ অষ্টম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৯ জন খবরটি পড়েছেন

সংস্থাটির এক প্রতিবেদনে প্রকাশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বছরে বিশ্বের মোট জনংখ্যার ৮০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে  ধূমপানের কারণে মৃত্যু বরণ করে থাকেন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলছে, যুক্তরাষ্ট্রে পঙ্গুত্ব ও মৃত্যুর জন্য সিগারেটই অন্যতম উৎস। ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার, হৃদরোগের ঝুঁকি, স্ট্রোকসহ নানা রোগের প্রধান কারণ এই ধূমপান বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডট কম
 
এবারে ধূমপায়ীর তালিকায় বিশ্বের মধ্যে বাংলাদেশের স্থান অষ্টম। দেশের ৩৯ দশমিক ১০ শতাংশ জনগোষ্ঠীই ধূমপায়ী বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ এই প্রতিষ্ঠানটি। এর মধ্যে পুরুষ ধূমপায়ীর হার ৬০ দশমিক ৭০ শতাংশ আর নারী ধূমপায়ীর হার ১৭ দশমিক ৭০ শতাংশ। সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

অন্যদিকে এই তালিকার শীর্ষে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ নাউরু। দেশটির ৫২ দশমিক ১০ শতাংশ মানুষ ধূমপায়ী। এরপরেই রয়েছে কিরিবাতি (৫২ শতাংশ) ও  ৪৮ দশমিক ৭০ শতাংশ ধূমপায়ী নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টুভ্যালু। তালিকায় বাংলাদেশের আগে থাকা দেশগুলো হলো যথাক্রমে মিয়ানমার (৪৫ দশমিক ৫০ শতাংশ), চিলি (৪৪ দশমিক ৭০ শতাংশ), লেবানন (৪২ দশমিক ৬০ শতাংশ) এবং সার্বিয়া (৪০ দশমিক ৬০ শতাংশ)। 

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াসহ ইউরোপের বলকান অঞ্চলে ধূমপায়ীর সংখ্যার মাত্রা অধিক। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দেশগুলোতে এই হার অনেক কম। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ধূমপায়ীর হারে বিশ্বে পঞ্চম। 

এদিকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরুষের তুলনায় নারীদের মধ্যে এই হার নগণ্য। দেখা যায়, ইন্দোনেশিয়ায় পুরুষের ৭৬ দশমিক ২০ শতাংশ ধূমপায়ী আর নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ৩ দশমিক ৬০ শতাংশ। 

উল্লেখ্য, যুক্তরাজ্যে যেখানে ধূমপায়ীর হার ছিল ৩৮ শতাংশ ছিল তা এখন উল্লেখযোগ্যহারে কমে ১৯ দশমিক ২  শতাংশে পৌঁছেছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ধূমপায়ীর বয়সসীমা ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর নির্ধারন করা হয়েছিল। আমাদেরসময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews