মিনহাজ উল ইসলাম অপি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬ মার্চ (রবিবার) বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর প্রথম সাংস্কৃতিক ক্লাব “একাত্তর সাংস্কৃতিক সংঘ” এক দশক আগে যাত্রা শুরু করে।
সংগঠনটি শুরু থেকেই টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চা ও উন্নতিতে বিশেষ অবদান রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ও স্বাধীন বাংলার সংস্কৃতি প্রচারণায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে।
১২তম প্রতিষ্ঠা উপলক্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ক্লাবটির কর্ণধারদের উপস্থতিতে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ জয়।
আরও উপস্থিত ছিলেন একাত্তর সাংস্কৃতিক সংঘের সাবেক সভাপতি আসিফ করিম হিমু ও সাধারণ সম্পাদক তাপস সরকার।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একাত্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি শাহিদুল ইসলাম সাকিব বলেন, “টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চা ও উন্নতিতে একাত্তর ক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই বিশেষ অবদান রেখে আসছে। মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির উন্নয়নের জন্য সবাইকে নিয়ে সামনে আরো বিশদ কাজ করে যাব এই আমাদের প্রত্যয়।”