বাঘারপাড়া প্রতিনিধি।
যশোরের বাঘারপাড়ায় ১২টি মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরন করেছেন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি।
বৃহষ্পতিবার (১৩মার্চ) বিকেল চারটায় উপজেলার দোহাকুলা ইউনিয়নের বাউলিয়া হাফেজিয়া মাদরাসায় এ ইফতার সামগ্রী বিতরনের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মিল্টন আহমেদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান আহম্মেদ, সাধারন সম্পাদক শের আলী , ছাত্রলীগ উপজেলা সভাপতি বায়জিদ হোসেন, দোহাকুলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হোসেন প্রমুখ।
এদিন বহরামপুর, ছাইবাড়িয়া, ইন্দ্রা, ঠাকুরকাঠি,গলগলিয়া, তালবাড়িয়া, দোহকুলাসহ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরন করা হয়। আজ শুক্রবার উপজেলার রায়পুর ও পৌরসভায় ইফতার সামগ্রী বিতরন করা হবে। এভাবে উপজেলার প্রত্যেকটি মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরন করবেন বলে জানান ইঞ্জি: বিপুল ফারাজি।