মোঃ ফরহাদ হোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাটের হাতীবান্ধায় রিপোর্টার্স ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাব হলরুমে ক্লাবের সদস্যদের আয়োজনে উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, হাতীবান্ধা থানার ওসি শাহ আলম, অতিরিক্ত কমিশনার ভূমি লোকমান হোসেন, সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন, হাতীবান্ধা ক্লিনিক এন্ড নার্সিংহোম এর স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমুখ।
এসময় হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাব হোসেন সুমন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সদস্য শাহর্রুপ খান সুমন, মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু এবং হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ ও জাতির মঙ্গল কামনায় হাতীবান্ধা এসএস সরকারি হাইস্কুল জামে মসজিদের ইমাম দোয়া পরিচালনা করেন।