মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছয় দিন ধরে অনশন করছেন এক কলেজ ছাত্রী।
উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে প্রেমিক মোস্তাফিজুর রহমানের বাড়িতে গত শনিবার (২৯ জুলাই) থেকে অবস্থান নিয়েছেন তিনি।
প্রেমিক মোস্তাফিজুর রহমান ওই গ্রামের মোখলেছ হাওলাদার এর ছেলে। অনশন করা ওই কলেজ ছাত্রী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার মহাবাস গ্রামের বাসিন্দা। সে বরিশাল ব্রজমোহন কলেজের মাস্টার্সের ছাত্রী। এ ঘটনার পর প্রেমিক মুস্তাফিজুর রহমান বাড়ি থেকে পালিয়েছেন।
ওই কলেজছাত্রী জানান, চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক মোস্তাফিজ তাকে একাধিকবার ধর্ষণ করেছে। সম্প্রতি বিয়ে জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। দেড় মাস আগে তিনি খাইরুলের বাড়িতে গেলে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন এক মাসের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।
প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী। পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক মোস্তাফিজুর রহমানের মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মা বলেন, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই।
স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা চলছে।
মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।