ওমরাহ করতে আসা মুসল্লিদের পবিত্র কাবা শরিফের চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয়।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে এক টুইট বার্তায় এই অনুরোধ জানিয়ে বলা হয়,
এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ধাক্কাধাক্কি করতে মুসল্লিদের নিষেধ করেছিল দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এদিকে পবিত্র মসজিদ কাবা এবং মসজিদে নববীর দেখভালের জন্য আলাদা সরকারি অফিস খুলেছে সৌদি আরবের মন্ত্রিসভা।
মঙ্গলবার ( ৮ আগস্ট) ‘দ্য প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যাট দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস মস্ক’ নামের এ প্রতিষ্ঠানের অনুমোদন দিয়েছে সৌদি মন্ত্রিসভা। অর্থনৈতিকভাবে অফিসটি স্বাধীন থাকবে এবং এটি সরাসরি সৌদি বাদশাহ সালমানের তত্ত্বাবধানে পরিচালিত হবে।গালফ নিউজ