আজিজুল ইসলাম।
যশোরের বাঘারপাড়ায় পুকুরের পানিতে ডুবে সোহান(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার(১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহান একই এলাকার বাসিন্দা সাজ্জাদুল ইসলামের জমজ দুই ছেলের মধ্যে ছোট । সে জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানায়,দুপুরের দিকে বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। হঠাৎ করেই সে বাড়ির উঠান থেকে খেলার ফাঁকে সোহান সবার অগোচরে প্রতিবেশী আনজারুল ইসলামের পুকুরে চলে যায়। এক পর্যায়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে মারা যায়। সোহান কে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। কোথাও না পেয়ে পুকুরে্র পানিতে ভাসমান অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহান কে মৃত ঘোষণা করেন।
শিশুর মৃত্যুর বিষয়টি স্থানীয় নারিকেলবাড়িয়া ইউপি সদস্য সোহাগ খাঁন নিশ্চিত করেছেন।