শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে বৈধ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অভিযোগে আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে শ্যামনগর প্রশাসন।
২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় শ্যামনগর সদরের মডার্ন স্কুলের পাশে অবস্থিত আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে সিলগালা করে দিয়েছে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।
এছাড়াও ২৫শে সেপ্টেম্বর সোমবার সেবা ক্লিনিক সিলগালা করে দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান বলেন, একবার বন্ধ করে দেয়ার পরে একই ক্লিনিক ভিন্ন নাম দিয়া পরিচালনা, ভূয়া লাইসেন্স ব্যবহার, চিকিৎসক বিহীন অপারেশন, পোস্ট অপারেটিভ রুম না থাকা, ডিপ্লোমা করা নার্স না থাকা, এনেস্থিসিয়া দেয়ার ট্যাকনিক্যাল লোক না থাকা, রেজিস্ট্রার ম্যানটেইন না করা, ওটি রেজিস্ট্রার এ ডাক্তারের স্বাক্ষর না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখাসহ নানা অনিয়মের কারনে আনিকা প্রাইভেট ক্লিনিক সিলগালা করে দেয়া হয়েছে এবং ক্লিনিকে থাকা রোগীদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আর এম ও ডাক্তার মো: তরিকুল ইসলাম সহ তার টিম, মোবাইল কোর্টের টিম সহ শ্যামনগর থানা পুলিশ।