নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ভ্রাম্যামান আদালতের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বিকালে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ওয়াহিদুজ্জামান, উপজেলা সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে নিয়ম অনুযায়ী ড্রেসকোড পরিধান না করা,প্যাথলজিতে পরীক্ষার জন্য ব্যবহৃত ঔষধে কোন আমদানীকারকের নাম ঠিকানা না থাকা এবং ঔষধের কোন বার কোড না থাকায় ঐ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।