1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
চিলমারী বন্দরে নোঙর করছে প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও - টেলিগ্রাফ বাংলাদেশ
রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

চিলমারী বন্দরে নোঙর করছে প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৩০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,,কুড়িগ্রাম ।। ভারতের কলকাতা থেকে নৌপথে ছেড়ে আসা পর্যটকবাহী প্রমোদতরী ক্রুজ শিপ এমভি চরাডিও (cruise ship m.v charaidew)) বিলাসবহুল প্রমোদতরীটি কুড়িগ্রামের চিলমারী নৌ বন্দরে পৌছেঁছে। এদিকে প্রমোদতরীটি দেখতে উৎসুক জনতা ভীড় করছে।

চিলমারী নৌ বন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে প্রমোদতরীটির পর্যটকরা ঢাকা, নারায়ণগঞ্জ, মাওয়া, পাটুরিয়া, ধামরাইয়ের বিভিন্ন দর্শনীয়স্থান ঘুরে দেখেন।

জানা গেছে, ক্রজ শিপ এমভি চরাডিও চলতি মাসের ২ তারিখ যাত্রা শুরু করে। ভারতের কলকাতা থেকে রওনা হয়ে ভারতের নামখানা,হিমনগর,শেখবাড়িয়া হয়ে বাংলাদেশের মংলা,বরিশাল,বদ্দের বাজার, মাওয়া,পাটুরিয়া,কাউলিয়া আপস্ট্রিম,চন্দনা বৈশ্ব্য,চিলমারী হয়ে আবারও ভারতের ধুবড়ি, গোয়াল পাড়া,তারাবাড়ি, শৌলকুচি গিয়ে ২০ অক্টোবর ভ্রমণ যাত্রা শেষ হবে।

ভ্রমনবিলাস এই প্রমোদতরীটিতে ২৭ জন নাবিক ও ১১ পর্যটক রয়েছেন।পর্যটকদের মধ্যে ভারতীয় ৪ জন ও ইংল্যান্ডের ৭ জন পর্যটক রয়েছে বলে জানা গেছে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম বলেন,মাননীয় আইজিপি স্যার নির্দেশে চিলমারীতে আসা বিদেশিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমাদের পুলিশ এবং নৌ পুলিশ ২৪ঘন্টা নিরাপত্তা দেয়া হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি এবং নির্বাচনকালিন সময় বিবেচনা করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews