স্টাফ রিপোর্টার।
“যশোরের যশ,খেজুরের রস” ঐতিহ্যকে ধরে রাখতে অভয়নগর উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ আয়োজনে খেজুর গাছি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনজুরুল হক, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ খান, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দীন, গাছি হাফিজুর রহমান প্রমুখ।
উপজেলার ৭২৮জন গাছিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে খেজুর গাছি সম্মেলন-২০২৩ সফল ও স্মরণীয় করে রাখতে উৎসব মুখর পরিবেশে এক বর্ণাঢ্য গাছি শোভাযাত্রা বের হয়। এরপর জেলা প্রশাসকের উপস্থিতিতে বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় খেজুর গাছি সম্মেলন। সম্মেলনে উপস্থিত গাছিরা সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও খেজুরের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকাসহ খাঁটি গুড় তৈরী করে বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদারকিতে ভালো গুড় বিক্রি করা হবে বলে প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে ৩৪জন গাছিকে পুরস্কৃত করা হয়।
জানাগেছে, এ উপজেলায় প্রায় লক্ষাধিক খেজুর গাছ রয়েছে, বিভিন্ন কারণে যার অর্ধেকেরও বেশী গাছ কাটোনো হয়না। যার কারণে উপস্থিত সকল গাছিকে সকল খেজুর গাছ কেটে রস দিয়ে গুড় তৈরী করে বাজারে ভালো দামে বিক্রির আহবান জানানো হয়।