স্টাফ রিপোর্টার।
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।
বুধবার সকালে সুন্দলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রণজিৎ কুমার রায় বলেন- প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডগুলো অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এই সরকার মানুষের মৌলিক চাহিদা ৯০% পূরণ করতে ইতোমধ্যে সফল হয়েছে। বাংলাদেশ ২০৪১সালের মধ্যে ধনী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দঁাড়াবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, যশোর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এএফএম আনিসুর রহমান ও অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ। এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধির কুমার পাড়ে, প্রেমবাগের ইউনিয়নের ইউপি চেয়ারম্যার মো: মফিজ উদ্দিন, সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, অভয়নগর উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মিলটন কবির, উপজেলা আওয়ামীলীগের সদস্য চৈতন্য কুমার মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন- সুন্দলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক দিনেশ বিশ্বাস ।