দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলার বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে স্থানীয় স্বাস্থ্য সেবার মান উন্নয়নে স্থানীয় স্বাস্থ্য কর্মসূচীর আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সনাক্তকরন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের পাঁচটি কমিউনিটি ক্লিনিক যথাক্রমে আটশতবিঘা কমিউনিটি ক্লিনিক, শশাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, কাঠমহল কমিউনিটি ক্লিনিক, সুবর্ণাবাদ কমিউনিটি ক্লিনিক ও নাংলা কমিউনিটি ক্লিনিকের আওতায় ডাইবেটিস ও উচ্চ রক্তচাপ সনাক্ত করন ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয়। গত ১১/ ১৩/১৫/২০ ও ২২ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পিং এ মোট ১২৫৩ জন নারী ও পুরুষদেরকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করানো হয়। তার মধ্যে থেকে ৩৭৭ জন নতুন ডাইবেটিস রোগী সনাক্তকরন করা হয়েছে।
এসময় আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ, সমাপনী, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডাঃ আরাফাত আহম্মেদ, হিসাব রক্ষক ফজলুল হক, স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম, আশার আলোর স্বাস্থ্য কর্মীবৃন্দ ও কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারাবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলো গত এক বছর ধরে দেবহাটা উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে স্বাস্থ্য সেবার মান্নোয়নে বিভিন্ন কার্য্যক্রম পরিচালনা করে আসছে।