অভয়নগর (যশোর) প্রতিনিধি।
‘প্রয়োজনীয় সহায়তা পেলে প্রতিবন্ধীরাও হতে পারে দক্ষ জনশক্তি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে প্রতিবন্ধীদের মাঝে পূনর্বাসন সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহায়তায় আজ বুধবার দুপুরে উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ে নগদ অর্থ ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। স্বাগত বক্তব্য রাখেন, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) ও প্রতিবন্ধী পূনর্বাসন প্রকল্পের ফোকাল পারসন এস এম ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফিজিওথেরাপিস্ট জাহাঙ্গীর হোসেন।
প্রকল্পের ফোকাল পারসন এস এম ফারুক হোসেন জানান, ২০২৩-২০২৪ সালের বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রকল্পভূক্ত ১১তম কিস্তির অর্থায়নে প্রতিবন্ধী ১৫জন ব্যক্তি/ অভিভাবককে ১০ হাজার করে মোট এক লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। একই প্রকল্পের আওতায় ৮জন প্রতিবন্ধী শিশু/ ব্যক্তিকে একটি করে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।