বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। স্বাস্থ্য বিভাগের অভিযানের অংশ হিসাবে যশোরের বাঘারপাড়ায় বিভিন্ন অভিযোগে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে উপজেলা সদরের ৮ টি ও নারিকেলবাড়িয়া বাজারের একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসি।
আদালত সূত্রে জানা গেছে, ডাক্তার, নার্স না থাকা, কাগজপত্রে ত্রুটিসহ একাধিক অভিযোগে উপজেলা সদরের আনোয়ারা ক্লিনিক এ্যন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। অন্যদিকে এক্স-রে টেকনিশিয়ান না থাকায় উপজেরা সদরের হাজী ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানে সতর্ক করা হয়েছে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এসএম মোস্তফা কাইয়ুম, ডাঃ সুবির বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক মনিরা খাতুন, পুলিশ কর্মকর্তা এসআই অনিমেষসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের পরিচালক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ফেরদৌসী বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। বাঘারপাড়ায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।