শালিখা(মাগুরা) প্রতিনিধি। মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ মন্ডল আজ ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারী তিনি উপজেলা সদর আড়পাড়া বাজার থেকে বাড়ী ফেরার পথে মাগুরা যশোর সড়কের কষ্ণপুর এলাকার দুই ব্রীজের মাঝে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুারা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
তিনি শালিখা উপজেলা পুঁজা উদযাপন পরিষদের নেতা, বাংলাদেশ শিক্ষক সমিতির শালিখা উপজেলা শাখার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।তার মৃত্যুতে আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়,বাংলাদেশ শিক্ষক সমিতি শালিখা উপজেলা শাখা
সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।