স্টাফ রিপোর্টার।
যশোরের বাঘারপাড়ায় বাঘারপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ফারহাদুল আহমেদ আবীর (১৭) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত ফরহাদুল উপজেলার দোহাকুলা গ্রামের শহিদুল ইসলাম শাহীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বাঘারপাড়ায় সড়ক দূর্ঘটনায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার রাতে যশোর -নড়াইল সড়কের বাঘারপাড়া জামদিয়া ঋষিপল্লির সামনে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার প্রস্তুতীকালে আবির মারা যায়।
দূর্ঘটনার সময় আবিরের সাথে থাকা দুই বন্ধু একই গ্রামের মানিক হোসেন ও তামিম হোসেনও আহত হয়। আহত দুজনের মধ্যে তামিমের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
নিহত আবিররা তিন ভাই বোন। এর মধ্যে দুই বোন ও আবরি। তার মৃত্যুর সংবাদে এলাকাজুড়ে শোকে ছেয়ে গেছে। ছেলেকে হারিয়ে নিস্তব্ধ হয়ে পড়েছে তার বাবা-মা। ছোট ভাইয়ের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না তার বড় বোনও।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় আত্মীয়-স্বজন, এলাকাবাসীসহ হাজারো মানুষ তার জানাজায় অংশ নেয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নিহত আবির এবার বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেয় ।