রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর আষাঢ়ের শুরুপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলার পর এ অনুষ্ঠানটি শেষ হয় উল্টো রথযাত্রার মধ্যদিয়ে। সে মোতাবেক সোমবার (১৫ জুলাই) বিকালে উল্টো রথযাত্রা উৎসব শেষ হয়েছে।
দেবহাটা উপজেলার পাটবাড়ি, আটশতবিঘা, পারুলিয়া জেলিয়াপাড়া, কুলিয়া, সখিপুর বিশ্বাস পাড়া সহ বিভিন্ন এলাকায় এবারের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে। জগন্নাথ কল্যাণময় দোয়া দিয়ে চলে গেলেন। রথযাত্রা উৎসব কে ঘিরে সপ্তা ব্যাপী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন।