বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ ছাত্র হত্যা এবং ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে জেলা মহানগরে বিক্ষোভ এবং শুক্রবার দেশের সকল মসজিদে নিহত ছাত্রদের জন্য দোয়া।
এদিকে আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই প্রেরিত প্রতিনিধি দল।
বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোকেট হাফেজ মাওলানা এম.হাসিবুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি মরহুম শহীদ আবু সাঈদের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কামনায় পীর সাহেব চরমোনাইর দাবীর বিষয় তাদেরকে জানান।
এসময় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবী মেনে নিয়ে, দেশব্যাপী চলমান অস্থিরতা ও অন্যায়ভাবে হত্যাকান্ড বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কমনা করেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে তিনি শহীদ আবু সাঈদ এর পরিবারের জন্য আর্থিক সহায়তা ও খাবার সামগ্রী প্রদান করেন এবং আগামীতে যেকোন পরিস্থিতিতে মরহুম আবু সাঈদের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের কথা জানান।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন, প্রচার ও দাওয়াহ সম্পাদক জাবের চৌধুরী জুয়েল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার দফতর সম্পাদক মোঃ পলাশ মিয়া উপস্থিত ছিলেন। আমাদের সময় ডটকম