বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে রাজধানীর বারিধারার বাসা থেকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নেওয়ার অভিযোগের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়নুল আবেদিন বলেন, ‘তাকে আদালতে পাঠানো হয়েছে। আন্দালিব রহমান পার্থকে মহাখালীতে সেতু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া যায়। বৃহস্পতিবার দুপুরে তার ব্যক্তিগত সহকারী জুয়েল দৈনিক মানবজমিনকে বিষয়টি জানিয়ে বলেন, ‘বুধবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বারিধারার বাসা থেকে তাকে তুলে নেয়া হয়।’