বাঘারপাড়া প্রতিনিধি। যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেছেন, যারা দেশের জাতীয় সম্পদ নষ্ট করে তাদেরকে বয়কট করতে হবে। দেশের সম্পদ কোন ব্যাক্তির নয়, আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে হবে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজী।
এদিন বেলা সোয়া ১ টায় বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন ও দিলারা জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান ,উপকারভোগী আব্দুর রহমান ও বুলু রানী দত্ত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম। অনুষ্ঠানে বিভিন্ন রোগে আক্রান্ত ৫৭ জন রোগীদের মধ্যে ২৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।