মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার ৯ দিনের মাথায় দপ্তর পাল্টে গেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের।
দায়িত্ব গ্রহণের পর নানা বক্তব্য-বিবৃতি ও উদ্যোগের জন্য আলোচিত সাখাওয়াতকে পাঠানো হয়েছে কম আলোচনায় থাকা বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
দায়িত্ব বণ্টনে তার জায়গায় আনা হয়েছে শুক্রবার নতুন করে উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দিয়েছেন ইউনূস।
প্রবল গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করে।
প্রথমে ১৬ উপদেষ্টাকে সঙ্গী করে পথ চলতে শুরু করা ড. ইউনূস আট দিন পর তার পরিষদে নতুন করে আরও চারজনকে পেয়েছেন।
শুক্রবার তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন। বঙ্গভবনে এই শপথের কয়েক ঘণ্টা পর উপদেষ্টা পরিষদের বৈঠকে দায়িত্ব পুনর্বণ্টনের খবর আসে।
আইনশৃঙ্খলার পরিস্থিতিতে স্বাভাবিক করার চ্যালেঞ্জ নেওয়ার ৯ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সরিয়ে দেওয়াকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।