রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। ইছামতি নদীর বেড়িবাঁধ বিদ্ধস্ত পানি ছুই,ছুই বাড়ির প্যাচিলে,এলাকার মানুষ আতঙ্কিত। এছাড়াও দেবহাটার ভাতশালা,কোমরপুর সহ কয়েক এলাকায় বেড়ি বাঁধ ভাঙ্গন ও ফাঁটল ধরেছে। যে কোনো মূহুর্তে উক্ত এলাকার ফাটলধরা বেড়ি বাঁধ ভেঙে যাওয়ার আশংকা রয়েছে। বেড়ি বাঁধ ফাটলের কারণে ইছামতী নদীর জোয়ারের পানিতে বেড়ি বাঁধ ভেঙে পানি ঢুকে প্লাবিত হয়ে, এলাকার গ্রাম গুলোর বসত ঘর, আমন ধানের বীজ তলা,ফসলের মাঠ,মৎস্য ঘেরের ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা রয়েছে।
এবিষয়ে ২২ শে আগস্ট বৃহস্পতিবার বেলা একটার সময় দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান সম্পাদক রফিকুল ইসলাম সহ বিভিন্ন সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সাতক্ষীরা জেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মহোদয় সাথে আমি এখনি কথা বলিছি , ওনারা অতিদ্রুত কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেছেন। এলাকাবাসী দেবহাটার উর্ধতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন উক্ত এলাকা পরিদর্শন করে অতি দ্রুত, যাহাতে বেড়ি বাঁধ গুলো স্হায়ী সংস্কারের কাজ হয়। এলাকাবাসী উক্ত বেড়িবাঁধ ভাঙ্গন রোঁধে জরুরি উদ্যোগ নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।