রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের ভ্যান চালক মো: আব্দুল আলিম । স্ত্রীসহ টাউন শ্রীপুর অব্দার উপরে বাড়িতে থাকেন। তিনি ভ্যান চালিয়েই তিনি জীবিকা নির্বাহ করেন, অর্থনৈতিকভাবে তিনি খুবই অস্বচ্ছল। তার স্ত্রী দীর্ঘদিন যাবত বিভিন্ন কঠিন রোগে জর্জরিত । এর মধ্যে গত কয়েকদিন আগে ২ টি অস্ত্রপচার করেছেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি উপযুক্ত চিকিৎসা গ্রহণে ব্যর্থ হচ্ছেন। শেষ পর্যন্ত আব্দুল আলিম স্ত্রীর চিকিৎসার সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম এর নিকট সাহায্যের প্রার্থনা করেন।
এরই পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ২৩ শে আগস্ট শুক্রবার, সন্ধ্যার পরপরই সেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম নির্বাহী প্রধান মোঃ শেখ মনিরুল ইসলাম মনি’র নেতৃত্বেে উপ- পরিচালক দিলীপ দাস নীল, সহকারি পরিচালক ইয়াছিন খান, সহকারি পরিচালক আল আমিন হোসেন, প্রধান হিসাব রক্ষক এস.এম ইমরান হোসেন সহ ৪-৫ জন সেচ্ছাসেবী এবং স্থানীয় মানবিক ব্যক্তিত্ব সামজেদ হোসেন এর সমন্বয়ে বাজারে ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে ভ্যানচালক আলিমের স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্য নেন। সকলের প্রচেষ্টায় নগদ ১৮৭৬ টাকা অর্থ দ্রুত সময়ের মধ্যে ভ্যান চালক মো: আব্দুল আলিম এর কাছে হস্তান্তর করেন।