অভয়নগর (যশোর) প্রতিনিধি। যশোরের অভয়নগরে দীর্ঘদিন ধরে চলা বিএনপি’র আভ্যন্তরীন দ্বন্দের অবসান ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার নওয়াপাড়ায় যশোর জেলা ট্রাক ট্যাংলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলা বিএনপি’র প্রতিনিধিদের উপস্থিতিতে আলাপ আলোচনার মাধ্যমে এ দ্বন্দের অবসান ঘটে।
জানা যায়, গত ৫ই আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর নানা বিষয়ে নিয়ে উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দের সাথে দুরত্ব সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে উভয়পক্ষের দ্বন্দ নিরসনে জেলা বিএনপি’র সদস্য গোলাম রেজা দুলু ও মনির সিদ্দিকী বাচ্চুকে দায়িত্ব দেওয়া হয়। গত কয়েক দিনের তদন্ত শেষে মঙ্গলবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দকে সাথে নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় দেশের সার্বিক পরিস্থিতি বিচেনায় উভয়পক্ষকে দায়িত্বশীল আচরনের আহবান জানানো হয়। হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ভুমিকা রাখতে নির্দেশ দেওয়া হয়। তাছাড়া যারা আওয়ামীলীগের রাজনীতি করেও মানুষের ক্ষতি সাধন করেনি এমন ব্যক্তিদের নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়, এবং একটি কমিটি গঠন করা হয়।
পরে একটি শান্তি মিছিল নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট মাঠে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সাথী, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম আক্তার কুরাইশী পাপ্পু, পৌর বিএনপি’র সাবেক সদস্য রাজু বিশ্বাস, শাহ মাহমুদ প্রমুখ।