দেবহাটা প্রতিনিধি । দেবহাটায় মৎস্য ঘেরে যাওয়ার পথে বজ্রপাতে আবুল কাশেম (৪০) এর মৃত্যু হয়েছে।
মৃত আবুল কাশেম উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।
জানা গেছে, কাশেম সোমবার (১৬ই সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে মৎস ঘেরে যাচ্ছিলেন। এসময় পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।
কাশেমের মৃত্যুর ব্যাপারে স্থানীয় রমজান আলী বলেন আমি খালে মাছ ধরছিলাম, এসময় সে দ্রুত আমার পাশ দিয়ে তার ঘেরের দিকে যাচ্ছিল। প্রায় ঘেরের কাছাকাছি পৌছালে হঠাৎ বজ্রপাত হয়, আমার থেকে একটু দূরে থাকার কারণে ভালো বুঝতে পারিনি তবে ওখান থেকে ধোয়ার মতো উড়তে দেখে আশে পাশের লোকজন কে বলি। লোকজন গিয়ে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন দ্রুত এসে ঘেরে গিয়ে ঘেরের ভেড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। মৃত আবুল কাশেম এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।