1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শ্যামনগরে মৌমাছির ফ্রেম তৈরীর কারখানায় আগুন,৩ লাখ টাকার ক্ষতি - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় শ্যামনগরে আনন্দ মিছিল কুড়িগ্রামে হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা সাজু গ্রেফতার জেপিসি কমিটির বিরুদ্ধে মুসলিমসহ ভিন্নমত দমনের অভিযোগ মহাকুম্ভে পুণ্যার্থীদের জন্য মসজিদ-মাদ্রাসা ও ইমামবাড়ীর দরজা খুলে দিলেন মুসলিমরা আওয়ামী লীগ ও বিএনপির লড়াইয়ে রণক্ষেত্র ফুসরা গ্রাম, আহত ৮ ফাঙ্গিও-মসের চালানো মার্সিডিজ স্ট্রিমলাইনার বিক্রি হলো ৬৫০ কোটি টাকায় দাবি না মানলে রেললাইন ছাড়ব না, শিক্ষার্থীদের হুঁশিয়ারি শেখ হাসিনাকে এক শ কোটি টাকা ঘুষ দেয়া, সিমিন রহমানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য লেখনী ও চিত্রে বাংলা ভাষা আন্দোলন ও অমর একুশ রুপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের মাঝে চেক বিতরণ

শ্যামনগরে মৌমাছির ফ্রেম তৈরীর কারখানায় আগুন,৩ লাখ টাকার ক্ষতি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে মৌমাছির ফ্রেম তৈরির কারখানাতে আগুন লেগে তিন লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মৌমাছির ফ্রেম তৈরির কারখানাটির মালিক সিংহড়তলী গ্রামের রনজিত রায়ের ছেলে ভরত কুমার রায়ের । ঘটনাটি ঘটে,২১শে সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে।

স্থানীয়দের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কিট  থেকে আগুন লাগতে পারে। বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রথমে ধোয়া উড়তে দেখে এবং দ্রুত আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় ব্যবসায়ী ও বাজারের সর্বসাধারনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। এসময় স্থানীয় কসমেটিক্স ব্যবসায়ী আবু হাসান ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোল রুমে ফোন দিলে খুলনা কন্ট্রোল রুম থেকে শ্যামনগর ফায়ার স্টেশনকে অবগত করেন।

শ্যামনগর ফায়ার স্টেশন থেকে লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে ১টি ইউনিটের ২টি গাড়ি দ্রুত সময়ের মধ্যে ঘটনা স্থলে আসেন কিন্তু ততক্ষনে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয়রা বলেন পার্শ্ববর্তী নদী থাকার কারনে দ্রুত সময়ের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। 

কারখানার মালিক ভরত জানান, প্রতিদিনের ন্যায় আমার কারখানার শ্রমিকরা বিকাল সাড়ে চারটার সময় কারখানা বন্ধ করে চলে যায়। সন্ধ্যা সাত টারদিকে বাজারের অন্য ব্যবসায়ীরা আমাকে ফোন করে বলেন তোমার কারখানায় আগুন লেগেছে, আমি এসে দেখি আমার কারখানায় দাও দাও করে আগুন জ্বলছে।

আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন আমি একজন ইলেকট্রিশিয়ান মিস্ত্রী বৈদ্যুতিক শর্টসার্কিট  থেকে আগুন লাগার কোন কারণ আছে বলে আমি মনে করি না। তবে কিভাবে আগুন লেগেছে প্রাথমিক ভাবে সেটি আমি ধারনা করতে পারিনি। ভরত জানান, আমার কারখানায় প্রায় ৩ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে । এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews