নিজস্ব প্রতিনিধি। শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন শ্যামনগর থানা পুলিশ।
শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি, শান্তি পূর্ণ ভাবে শারদীয় দুর্গা উৎসব পালনে সনাতন ধর্মের জনসাধারণের নিরাপত্তার ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মোতাবেক শ্যামনগর থানা পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করবেন বলে জানান। এ সময় তিনি দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা দিতে ও হিন্দু সম্প্রদায়কে সকলের সহযোগিতা করার জন্য বলেন। এ সময়ে পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।