1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ কে গুলি করে হত্যা - Bdtelegraph24 | বাংলা
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান আছেন লন্ডনে, আমিরাতেও ৩শ বাড়ির খোঁজ স্কুল শিক্ষিকা সবিতা রাণী হত্যা মামলায় গ্রেফতার হয়নি কেউ নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কে অপসরণের দাবিতে মানববন্ধন সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে সরকারি জায়গা দখলের হিড়িক শ্যামনগরে এইচপিভি বিষয়ক সমন্বয়ক সভা অনুষ্ঠিত দেবহাটায় নব গঠিত তাঁতী দলের আহবায়ক কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা অভয়নগরে ইমাম পরিষদের পরামর্শ ও মতবিনিময় সভা অভয়নগরে কেন্দ্রীয় যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লিফলেট বিতরণ শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন-ড. আসিফ নজরুল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তরুণ কে গুলি করে হত্যা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬ শেয়ার হয়েছে

যুক্তরাষ্ট্রে গুলিতে এক বাংলাদেশি তরুণ মারা গেছেন, নিজেই পুলিশকে ফোন করে গুলি করার খবর দিয়েছে ‘ঘাতক’।

নিহতের নাম রওনক হাসান রিটন (২০), বাবা আতাউর রহমান লিটন। ১৯৯৮ সাল থেকে পরিবারটি যুক্তরাষ্ট্রে প্রবাসী।

নিউ ইয়র্ক শহর থেকে প্রায় ৩৭৭ মাইল দূরে বাফেলো শহরের সিডার রোডে শনিবার বিকেলে এ হত্যার ঘটনা ঘটে বলে জানান বাফেলোর চিকটোয়াগা পুলিশের প্রধান ক্যাপ্টেন জেফরি স্মিডট।
তিনি জানান, “গুলি করে হত্যার তথ্য কাছের পুলিশ স্টেশনে ফোন করে জানায় ঘাতক। ব্যবহৃত বন্দুকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তদন্তের পরই নিশ্চিত করা যাবে হত্যার রহস্য।”

ঘটনার সময় রিটনের সঙ্গে থাকা তার সহপাঠী হামেদ লতিফ বলেন, “আমরা প্রায় দিনই সেখানে আড্ডা দিই। রিটনের বাসার সামনে জায়গাটি হচ্ছে শহরের পার্কিং স্পট। আমাদের আড্ডায় প্রতিবন্ধকতা তৈরি করে ওই তরুণ তার গাড়ি পার্ক করতে চেয়েছিল। রিটন তাকে অনুরোধ জানান অন্যত্র পার্ক করার জন্য।

“এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গাড়ি থেকে বন্দুক বের করে রিটনকে লক্ষ্য করে গুলি চালায় তরুণটি। এতে মাটিতে পড়ে গিয়ে ছটফট করছিলেন রিটন। এমন অবস্থায় অ্যাম্বুলেন্সসহ পুলিশ আসে এবং আহত অবস্থায় রিটনকে অ্যারি কাউন্টি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, রিটন বেঁচে নেই।”

তদন্ত এবং দুর্বৃত্তকে গ্রেপ্তারে সহযোগিতা চেয়ে চিকটোয়াগা ডিটেকটিভ ব্যুরোর ৭১৬-৬৮৬-৩৫১০ নম্বরে ফোন করে খোঁজ দেওয়ার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এদিকে নিহত তরুণের বাবা আতাউর রহমান লিটনসহ স্বজনরা মনে করছেন, এটি ‘ধর্ম ও জাতি বিদ্বেষ’ থেকে হত্যা। এখন পর্যন্ত ঘাতক গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন প্রবাসীরা। ওই এলাকায় কয়েক মাস আগেও নিজের বাসায় কাজের সময় একজন বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
রিটনের জানাজা বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাতে বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠানের পর দাফনের প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান। উৎস : বিডিনিউজ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2022
Theme Customized By BreakingNews