1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ঝিনাইদহে আধিপত্য সংঘর্ষে প্রাণ গেল এক জনের, আহত ৪ - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সহবাসের দোয়া ও বরকতময় দাম্পত্য জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর: আর্থিক সহায়তা না পেয়ে ক্ষুব্ধ আহতরা জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে ২৯ জনকে নিয়োগ, আবেদন এইচএসসি পাসেই শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ৯৯ রানে হারল বাংলাদেশ কুড়িগ্রামে হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ বিহারে ডাইনিবিদ্যার অভিযোগে পুড়িয়ে হত্যা: একই পরিবারের পাঁচজন নিহত সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু – মোমিন মেহেদী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি’র নতুন পরিচালক কবি পরাগ রিছিল কুড়িগ্রামে সমন্বিত খামারে স্বপ্নপূরণের আশায় রাকিবুল ফুলবাড়ীতে জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ

ঝিনাইদহে আধিপত্য সংঘর্ষে প্রাণ গেল এক জনের, আহত ৪

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহিত

কালীগঞ্জ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মহব্বত আলী নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে। আহতরা হলেন রিফাজুল ইসলাম, মিকাইল হোসেন, রেজাউল ইসলাম ও ইউনুছ আলী। তাঁদের সবাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মহব্বত আলীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, জামাল ইউনিয়নে নজরুল ইসলাম ও আরিফ হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নজরুল ইসলাম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি বিএনপির একটি অংশের সাথে যুক্ত হয়ে সামাজিক দল গঠনের চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, রোববার সকালে নজরুল ইসলামের অনুসারীরা আরিফ হোসেনের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাফুজুর রহমান বলেন, “নজরুল ইসলাম কোলা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদের সহায়তায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। গ্রামের সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে।”

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় অবস্থান করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews