1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
কুড়িগ্রামে তলিয়েছে বাদাম ক্ষেত, ভঙ্গ কৃষকের স্বপ্ন - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সহবাসের দোয়া ও বরকতময় দাম্পত্য জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ আমল জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর: আর্থিক সহায়তা না পেয়ে ক্ষুব্ধ আহতরা জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জে ২৯ জনকে নিয়োগ, আবেদন এইচএসসি পাসেই শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ৯৯ রানে হারল বাংলাদেশ কুড়িগ্রামে হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তা অবরোধ বিহারে ডাইনিবিদ্যার অভিযোগে পুড়িয়ে হত্যা: একই পরিবারের পাঁচজন নিহত সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু – মোমিন মেহেদী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি’র নতুন পরিচালক কবি পরাগ রিছিল কুড়িগ্রামে সমন্বিত খামারে স্বপ্নপূরণের আশায় রাকিবুল ফুলবাড়ীতে জৈব ও জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ

কুড়িগ্রামে তলিয়েছে বাদাম ক্ষেত, ভঙ্গ কৃষকের স্বপ্ন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৪ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম: অনবরত টানা বৃষ্টি ও উজানী ঢলের কারণে কুড়িগ্রাম জেলায় তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলাসহ সব কটি নদ-নদীর পানি বাড়ছে। বিশেষ করে তিস্তায় দ্রুত বাড়ছে পানি। তলিয়ে গেছে বাদাম ক্ষেতসহ রবিশস্য ক্ষেত।

রোববার (০১ জুন) সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার।

তবে পানি এখনো বিপৎসীমার নিচে অবস্থান করছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড আগামী ৫ দিন নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদ-নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলের নীচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা চর গতিয়াশাম গ্রামের কৃষক নুরুল ইসলাম ও আবুল কাইয়ুম জানান, বাদামক্ষেত থেকে তুলে স্তূপ করে রেখেছিলেন। কিন্তু পাহাড়ি ঢল এসে বেশিরভাগ ভেসে নিয়ে গেছে। কিছু বাদাম নৌকাযোগে আনছেন।

একই গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও নওয়াব আলী জানান, বাদাম ক্ষেত থেকে তোলার আগেই ডুবে গেছে।

পর পর দুবার ক্ষেত ডুবে যাওয়ায় ফসল পাওয়ার তেমন আশা নেই আর। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙন। তিস্তার তীরবর্তী ডাংরা ও দাড়িয়ার পাড় এলাকায় বাঁধ ও বসতি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, তিস্তার উজানে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় দ্রুত পানি বাড়ছে। ফলে কয়েকটি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।

তিনি বলেন, ঝুঁকিতে পড়া এলাকা চিহ্নিত করে অস্থায়ী ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ প্রস্তত রাখা হয়েছে। জেলার আরো ৮-৯টি পয়েন্টে নদ-নদীর ভাঙন থাকলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী অস্থায়ী প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews