।।মোঃ মাসুম বিল্লাহ।।
নির্বাচনে জয় পরাজয় স্বাভাবিক। কিন্তু অপ্রত্যাশিত জয় মাঝে মাঝে অস্বাভাবিকতা নিয়ে আসে। ফলাফল বিশ্লেষণ বিশেষজ্ঞগণ এখন মন্দের ভালো খুজতে শুরু করেছেন। আমেরিকার আধিপত্য বিস্তারে ট্রাম্প এর বিকল্প নেই যেমন সত্যি তেমনি বিশ্ব শান্তি আর সহ-অবস্থানের ক্ষেত্রে হিলারীর পরে কমলা হ্যারিস অবিসংবাদিত। আঙ্গুল ফল
যাদের কাছে টক তারা রাতারাতি ট্রাম্প মুখি হতে শুরু করেছে। কেন যেন আমি তা পারছিনা।
সাম্প্রদায়িকতার উসকানি, আধিপত্য বিস্তার, নারী লিপ্সা, ব্যবসায়িক চিন্তা সব কিছু শান্তি দিতে পারে তবে স্বস্ত্বি নয়। বিশ্বযুদ্ধের ভয়াবহ তাণ্ডবের বহু আগে চন্ডিদাস বলেছিল “সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই”। সেখানে ছিলনা কোন দেশ জাতির ভেদাভেদ, ছিলনা কোন দম্ভ। আজ দম্ভ যাদের পছন্দ তারা কী সভ্য? আমেরিকার ৬০তম
নির্বাচন ঐতিহ্য হতে পারত তা না হয়ে ইতিহাস হয়ে গেল।
কেননা ইতিহাস ধারণ করে ভালো মন্দ উভয়কে আর ঐতিহ্য শুধু ভালোকে; তাই কমলা হ্যারিস ভালো মানুষ সবাই তাকে পূজা করবে তবে ভোট দেবে ট্রাম্পকে। কেননা ট্রাম্প টাকাওয়ালা ব্যবসায়ী; ফলে সুবিধা পাওয়া যাবে বেশি। যদিও চারিত্রিক কিছু অপবাদ আছে তবুই হোয়াইট হাউস এর ছোঁয়াতে সব সাদা ফকফকা। মির্জা খলিফা আর সানি লিওনের আর ক্যারেকটার সনদ পেতে বেগ পেতে হবে না। আমেরিকার বদলে যাবে চাকুরীর সু-ব্যবস্থা হবে, হবে না শুধু উদার নীতির বাস্তবায়ন, রাজনৈতিক সম্প্রীতির প্রচেষ্ট। পাঁচ এগারো ইতিহাস হলো মনুষ্যত্বের কবরের উপর।