1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
কুরআন বুঝার উপায় - Bdtelegraph24 | বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা বৈষম্যমুক্ত দেশ ও জাতি গড়তে মুক্তিযোদ্ধাদের এগিয়ে আসার আহ্বান ড. মনিরুজ্জামান মণির সাদপন্থী খুনি সন্ত্রাসী কর্তৃক তাবলীগের সাথীদের হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা  নওয়াপাড়া-পদ্মাসেতু দিয়ে ঢাকা রুটে ৪টি ট্রেন চালুর দাবি অভয়নগর স্বেচ্ছাসেবক দলের শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি কৃষকরাই দেশের মূল চালিকা শক্তি- টিএস আইয়ুব রাজনৈতিক দলগুলোর বোধদয় কবে হবে ? ফরিদপুরে নির্যাতিত কিশোরকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা,আটক ২ বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান বিপুল সহ ৩০৮ আওয়ামীলীগ নেতা-কর্মীর নামে মামলা,আটক ৫

কুরআন বুঝার উপায়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৭৬ শেয়ার হয়েছে

।।মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম ।।

মহাগ্রন্থ আল কুরআন মানব জাতির মুক্তির সনদ। পৃথিবীর মানুষ যদি শান্তি শৃংখলা ও নিরাপত্তা সহকারে বসবাস করতে চায় তাহলে তাদের কুরআন মেনে চলার বিকল্প নেই। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন “আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেযগারী অবলম্বন করত তবে আমি তাদের প্রতি আসমানী ও পার্থিব নিয়ামত সমূহ উন্মুক্ত করে দিতাম” (আল-আরাফ-৯৬)। এছাড়া মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ কুরআন অবতীর্ণ করেছেন।

আল্লাহ তায়ালা বলেন “আলিফ-লাম-রা-হে মুহাম্মদ! এ এক খানি কিতাব আমি তোমার প্রতি নাযিল করেছি যেন তুমি লোকদেরকে জমাট বাধা অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে আস- তাদের রবের দেওয়া সুযোগ সুবিধার সাহায্যে সেই আল্লাহর পথে যিনি প্রবল পরাক্রান্ত ও নিজ সত্তায় নিজেই প্রশংসিত (সুরা ইব্রাহিম-১)। আয়াতে জুলুমাত বলতে শিরক ও মন্দ কর্মেরঅন্ধকার সমূহএবং নুর বলে ঈমানের আলো বোঝানো হয়েছে। আয়াত থেকে জানা গেল মানবজাতিকে মন্দ কর্মের অন্ধকার থেকে বের করা এবং আলোর মধ্যে আনায়ন করার একমাত্র উপায় এবং মানব জাতিকে ইহকাল ও পরকালে ধ্বংসের কবল থেকে মুক্তি দেওয়ার একমাত্র পথ হচ্ছে কোরআন পাক। মানুষ যতইএর সঠিক অর্থ জেনে বুঝে তার নিকটবর্তী হবে ততই তাঁরা ইহকালে সুখ, শান্তি , নিরাপত্তা ও মনতুষ্টি লাভ করবে এবং পরকালেও কামিয়াবি অর্জন করবে।

কুরআন বুঝারউপায় গুলোনিম্নরূপঃ-
প্রথমতঃ থেমে থেমে সুন্দরভাবে তেলওয়াত করাঃ-
মহান আল্লাহ বলেন “আপনি কুরআনকে তারতীল সহকারে পাঠকরুন” (সুরামুজজাম্মিল-৪)। আয়াতে তারতীল শব্দের অর্থ সহজ ও সঠিক ভাবে অক্ষর, শব্দ ও বাক্য উ”চারণকরা। আয়াতের উদ্দেশ্য এই যে, দ্রুত তেলওয়াত করবে না বরং সহজভাবে পড়া।
দ্বিতীয়তঃমাতৃভাষায় অর্থ বোঝাঃ- মহান আল্লাহ বলেন “আমি একে আরবি ভাষায় কুরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পার” (সুরাইউসুফ- ২)। কুরআন অবতীর্ণ হয়েছিল আরব দেশে এবং তাদের মাতৃভাষা ছিল আরবি। ফলে তাদের পক্ষে সহজে কুরআনবুঝা সম্ভব হয়েছিল। ফলশ্রুতিতেআমাদের কর্তব্য মাতৃভাষাবাংলায়কুরআনের অর্থ ও ব্যাখ্যাজানাবুঝার চেষ্টাকরা।

তৃতীয়তঃ-মাতৃভাষায় কুরআনের তাফসীর পড়াঃ- মহানআল্লাহ বলেন “হে জ্ঞানি সম্প্রদায় তোমরা গবেষণা কর (সুরা- হাশর -২)তাফসীর হলো আলেম ওলামাদের গবেষনার ফসল। তাঁরাপবিত্র কুরআনের প্রতিটা আয়াতসম্পর্কে রাসূল (স.) এর বক্তব্য ও আমলএবং সাহাবীআজমাইনদের বক্তব্য ও আমলতুলে ধরে ব্যাখ্যা করেছেন। পরিভাষায়এটাকে তাফসীর বলাহয়। তাফসীরপড়ার গুরুত্ব সম্পর্কে আমরা কুরআনের যে কোন আয়াত নিয়ে আলোচনা করতে পারি।

যেমন সুরা আনকাবুতের ৪৫নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন “তোমরা নামাজ কায়েম কর, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ হতে বিরত রাখে”। আয়াতে নামাজের গুরুত্ব ও ফলাফল বর্ণনা করা হয়েছে। অন্যায় কাজ করার সাথে সাথে নামাজ আদায় করতে থাকলে উক্ত নামাজের পরিণতি কি হবে আয়াতের তাফসীর পড়া ছাড়া জানা সম্ভব নয়। আয়াতের তাফসীর সম্পর্কে হযরত ইমরান ইবনে হুসাইন (রা.) বলেন, রাসূল (স.) কে আয়াতের অর্থ জিঞ্জাসা করা হলে তিনি বলেন, যে ব্যক্তিকে তার নামাজ অশ্লীল ও গর্হিত কর্ম থেকে বিরত রাখেনা, তার নামাজ কিছু নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের রেওয়ায়েতে রাসূল (স.) বলেন, যে ব্যক্তি তার নামাজের আনুগত্য করেনা, তার নামাজ কিছু নয়। বলাবাহুল্য অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত থাকাই নামাজের আনুগত্য।

হযরত ইবনে আব্বাস (রা.) এ আয়াতের তাফসীরে বলেন, যার নামাজ তাকে সৎকর্ম সম্পাদন করতে এবং অসৎ কর্ম থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ না করে, তার নামাজ তাকেআল্লাহ থেকে আরও দূরে সরিয়ে দেয়। ( তাফসীরে মা’আরেফুল কুরআন ৬ষ্ট খন্ড ৭৭০ পৃষ্ঠা ( ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত )।

অতএব উপরোক্ত পদ্ধতি গুলো অবলম্বন করলে আমরা পবিত্র কুরআন সঠিক ও সুন্দর ভাবে বুঝতে পারব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের পবিত্র কুরআন বুঝে সঠিক ভাবে আমল করে পরকালীন কামিয়াবী হাসিল করার তাওফিক দান করুন। আমিন।  

মাওঃ মোঃ আনোয়ারুল ইসলাম
উপাধ্যক্ষ,গাজীপুর রউফিয়া কামিল মাদরাসা,অভয়নগর, যশোর।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2022
Theme Customized By BreakingNews