প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। “অন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মান, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। উইম্যান উইথ ডিজএ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। প্রধান অতিথি বক্তব্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংগঠনের পরিচালক অষ্টমী রানীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনজিও পরিষদের সমন্বয়কারী গাজী ইমরান প্রমুখ। সভায় বক্তারা বলেন এই কর্মসূচির মূল্য লক্ষ্য প্রতিবন্ধীদের অধিকার রক্ষা ও সমান সুযোগ প্রদান করা।