নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরা’র শ্যামনগরে কৃষি, পরিবেশ, নিরাপদ খাদ্য ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে শ্যামনগর রিসোর্স সেন্টারে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের পরিচালনা কমির সভাপতি শিক্ষক ও সাংবাদিক রণজিৎ বর্মন সভাপতিত্বে মূল প্রবন্ধ আলোচনা করেন, বাংলাদেশে বায়ু দূষণ রোধে সরকারের জাতীয় টাস্কফোর্স কমিটির সদস্য এবং বারসিক এর পরিচালক, গবেষক ও লেখক পাভেল পার্থ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, সমাজে খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে নিয়ে আপনাদের নিপুনের মাধ্যমে তুলে ধরার আহ্বান করে।
এসময় সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা কামাল, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এস.কে সিরাজ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন, অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক মাহমুদুল ফিরোজ বাবুল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য মোহাম্মদ আসাদ, সীমান্ত প্রেসক্লাবের সদস্য মো. আলফাত হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সদস্য এস.এম সাহেব আলী প্রমুখ।