খাজুরা(যশোর) অফিস।
কৃষক বাঁচলে দেশ বাচবে। কৃষকরাই দেশের মূল চালিকা শক্তি,যে কারনে কৃষকের সকল সুবিধা দিতে হবে। প্রতিটি উপজেলায় মেইন রাস্তার সাথে কৃষি কোল্ড ষ্টোরেজ গড় তুলতে হবে। মহিলাদের জন্য কৃষি কার্ড দিতে হবে।স্বল্প সুদে কৃষি ঋন দিয়ে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে হবে।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহি সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সম্পাদক ইন্জিনিয়ার টিএস আইয়ুব বাঘারপাড়া উপজেলার ১নং জহুরপুর ও ২নং বন্দবিলা ইউনিয়ের কৃষক দলের পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জহুরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্ত্বে বেলা ২টায় ছোট খুদড়া মাঠে অনুষ্ঠিত হয়।সমাবেশে বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সম্পাদক আবু তালেব বিশ্বাষ বক্তব্য রাখেন।
বন্দবিলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হারুনার রশিদের সভাপতিত্ত্বে বিকাল চারটায় চন্ডিপুর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৃথক দুটি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারন সম্পাদক মফিজুল ইসলাম লিটন,উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান,সাধারন সম্পাদক শামছুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য শিহাবুর রহমান,জেলা কৃষক দলের আহবায়ক মকবুল হোসেন,জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন,আমিরুল ইসলাম,হাবিবুল ইসলাম।সদস্য সচিব শিকদার সালাউদ্দীন,বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন,সাধারন সম্পাদক আজিজুর রহমান। উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম,সাধারন সম্পাদক মানিক হোসেন,সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্যা।