স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোল্লাহাটে ‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা শিক্ষার্থীদের বাসগুলিতে স্থানীয় সন্ত্রাসীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মারধর করে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা শিক্ষার্থীদের বাসগুলিকে লক্ষ্য করে এই হামলা চালায়। স্থানীয়রাও তাদের সহযোগিতা করে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, থানার সামনেই এই ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা সমন্বয়ক জহুরুল তানভীর দাবি করেছেন, শান্তিপূর্ণভাবে যাত্রা করা শিক্ষার্থীদের ওপর এই হামলা ফ্যাসিবাদী সরকারের দোসররা চালিয়েছে। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ জানিয়েছেন, এই হামলা পরিকল্পিত ছিল এবং জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।