বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ফের শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার ঢাকার বায়ু মানের স্কোর ৩৭৪, যা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত।
ঘন কুয়াশার কারণে সকালে শহরটির দৃশ্যমানতা কমে যায়, এতে রাস্তায় গাড়ি ও বাস চালকদের চলাচল করতে বেশ বেগ পেতে হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়।
বিশ্বের অন্যান্য দূষিত শহরের মধ্যে মিয়ানমারের ইয়াঙ্গুন ২১৬ স্কোর নিয়ে দ্বিতীয় এবং ভারতের দিল্লি ২১৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এই দুটি শহরের বাতাসকেও ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলে উল্লেখ করেছে আইকিউএয়ার।
ঢাকার এই বায়ু দূষণের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং নির্মাণ কাজের ধুলা। বায়ু দূষণ রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা।
তারা বলছেন, বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এবং এর ফলে শ্বাসকষ্ট, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগ বাড়ছে।