গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালু করছে সরকার। শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ বিষয়ে রোববার এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।