আওয়ামী লীগ সরকারের আমলে (প্রায় ১৬ বছর) জনপ্রশাসন থেকে অবসরে যাওয়া ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন পদে এই পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১১৯ জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে সুপারিশমালা তৈরি করে। গত ২৪ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই সুপারিশ অনুমোদন করে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা তাঁদের বকেয়া আর্থিক সুবিধা চলতি অর্থবছরের মধ্যে ৫০ শতাংশ ও বাকি ৫০ শতাংশ আগামী অর্থবছরে (২০২৫-২৬) পাবেন।