ডেস্ক নিউজ।
বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন যা পৃথিবীর চেয়ে কয়েক গুণ বড়। এই গ্রহটিকে ‘সুপার আর্থ’ বলা হচ্ছে এবং এটি প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে নতুন আশা জাগিয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সৌরজগতের বাইরে অবস্থিত এই গ্রহটির সন্ধান মিলেছে। এর নাম এইচডি ২০৭৯৪ ডি এবং এটি পৃথিবীর চেয়ে ছয় গুণ বড়। বিজ্ঞানীদের ধারণা, গ্রহটির পৃষ্ঠে তরল পানি থাকতে পারে। এটি পৃথিবী থেকে মাত্র ২০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং সূর্যের মতো একটি নক্ষত্রের বসবাসযোগ্য অঞ্চলে ঘোরে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পোস্টডক্টোরাল গবেষক ড. মাইকেল ক্রেটিগনিয়ার এই আবিষ্কারকে রোমাঞ্চকর বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে এই গ্রহের ছবি তোলার সম্ভাবনা রয়েছে।
তবে, গ্রহটির কক্ষপথ পৃথিবীর মতো বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার। এই কারণে গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ড. ক্রেটিগনিয়ার ২০২২ সালে চিলির লা সিলা অবজারভেটরির তথ্য বিশ্লেষণ করার সময় গ্রহটির অস্তিত্ব শনাক্ত করেন। এরপর একটি আন্তর্জাতিক গবেষক দল দুই দশকের পর্যবেক্ষণ পর্যালোচনা করে গ্রহটির অস্তিত্ব নিশ্চিত করে।
এই গবেষণার ফলাফল জার্নাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এ প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার সম্ভাব্য বসবাসযোগ্য গ্রহের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।