রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুরে ৮ মার্চ ( শনিবার) অনুমোদনহীন ভেজাল আইসক্রিম, ললি ইত্যাদি পণ্য এর বিরুদ্ধে প্রশাসন এক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর উপজেলার গাও রামগোপালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অনুমোদনহীন পণ্য মজুদ এর দায়ে মজুদকারি আঃ রহিমকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান উপস্হিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বিভাগ, বিএসটিআই এ অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেন।