বাঘারপাড়া প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাঘারপাড়ায় ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার দোহাকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মামুদালীপুর ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আল মামুন শের।
এদিন মাহফিলে উপস্থিত ছিলেন, থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন, মৎস্য বিষয়ক সম্পাদক সেলিম রেজা, সদস্য ফারুক হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লাভলুর রহমান, দোহাকুলা ইউনিয়নে বিএনপির সাধারন সম্পাদক রবিন অধিকারী, সহসভাপতি জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, দোহাকুলা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিচুর রহমান, থানা ছাত্রদলের সদস্য সচিব মাসুম পারভেজ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ূব খান, সাধারন সম্পাদক ইসরাফিল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নোয়াব হোসেন,উপজেলা ছাত্রদলের যুববিষয়ক সম্পাদক ফারুক হোসেন, দোহাকুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
একই দিন বন্দবিলা ইউনিয়নের পাঠান পাইকপাড়া স্কুল মাঠ, বাসুয়াড়ি ইউনিয়নের চাড়াভিা স্কুল মাঠ, জহুরপুর ইউনিয়নের কদমতলা বাজার, জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুড়া কলেজ মাঠ, ধলগ্রাম ইউনিয়নের আগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের ঘোষণা অনুযায়ি ১১ মার্চ থেকে শুরু করে ১৯ মার্চ তারিখে এ কর্মসূচি শেষ হবে।
ইফতার মাহফিল সফল করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব , উপজেলা বিএনপি ও এর অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য দায়িত্ব ভাগ করে দেন।