প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভায় প্রায় ২ বছর পর জম্মনিবন্ধন জটিলতার অবসান হয়েছে। কোড জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল শ্যামনগর পৌরসভার জম্মনিবন্ধন প্রক্রিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের ঐকান্তিক চেষ্টায় অবশেষে পুনরায় চালু হলো জম্ম নিবন্ধন প্রক্রিয়া।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন বলেন, পৌরসভার জন্মনিবন্ধন প্রক্রিয়ার কোড জটিলতা সমাধানে আমাদের সমন্বিত পদক্ষেপ সফল হয়েছে। বিগত দুই বছর ধরে জন্ম নিবন্ধন বন্ধ ছিল। এখন থেকে পৌরবাসী আবারও জন্মনিবন্ধন করতে পারবেন। এবং তিনি সমস্যা সমাধানের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, শ্যামনগর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, ভারপ্রাপ্ত পরিসংখ্যান অফিসার আমজাদ হোসেন , পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এদিকে দীর্ঘদিন পর জম্মনিবন্ধন শুরু হওয়ায় স্বস্থি প্রকাশ করেছে শ্যামনগর পৌরবাসী। তারা জানান জম্ম নিবন্ধন বন্ধ থাকায় গত প্রায় দু’টি বছর নানান সমস্যা পড়তে হয়েছে। বার বার ধর্ণা দিয়েও প্রতিকার মেলেনি অনেক জায়গায়। শেষ পর্যন্ত সমস্যা সমাধানে এগিয়ে আসায় ইউএনও ও এসি ল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
পৌর এলাকার সুকুমার মন্ডল বলেন, জন্ম নিবন্ধনের জন্য ছেলেকে স্কুলে ভর্তি করতে পারছিলাম না, বাধ্য হয়ে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছি। এখন সমস্যা সমাধান হয়েছে ইউএনও ম্যাডামের মাধ্যমে জানতে পারলাম। দ্রুত জন্ম নিবন্ধন করে ছেলেকে সরকারি স্কুলে ভর্তি করব।
পৌরসভার বাদঘাটার গ্রামের নুর ইসলামের বলেন, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকা পয়সা হস্তান্তরের পর শুধু জম্ম নিবন্ধনের জন্য দেড় বছর ধরে বিষয়টি ঝুলে ছিল। সমস্যার অবসান হওয়ায় পরিবারের শখ পুরণের সম্ভাভনা তৈরী হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান ২০২৩ সালের ১৭ই জানুয়ারি শ্যামনগর পৌরসভায় উন্নীত হয়। তারপর ৩১শে জুলাই ইউনিয়ন পরিষদ বিলুপ্ত হওয়ার পর থেকে যাবতীয় জম্ম নিবন্ধন প্রক্রিয়া বন্ধ ছিল। পরবর্তীতে বার বার ব্যক্তিগত ও দাপ্তরিক পর্যায়ে যোগাযোগ করেই কোড জটিলতার অবসান ঘটেছে। তিনি আরও বলেন, জম্ম নিবন্ধন বন্ধ থাকায় শিশুদের স্কুলে ভর্তিসহ পাসপোর্ট গ্রহণ এমনকি এনআইডি কার্ড পর্যন্ত হচ্ছিল না। এছাড়া মৃত্যু সনদ দিতে না পারার কারণে ওয়ারেশ সনদ, ব্যাংক লেনদেনে সমস্যা চলছিল। এখন থেকে জম্মনিবন্ধন কেন্দ্রিক সব সুবিধা মিলবে।
ছবি।। ১। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
২। শ্যামনগর পৌরসভার ভবন।