সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কমিটির সভাপতি ও সম্পাদক। রবিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নওয়াবেঁকী বাজার মৎস্য আড়ৎ এ বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু সালেহা বাবু বলেন, গত ১২ই এপ্রিল খুলনার চোখ নামের একটি ফেজবুক পেজে প্রচারিত নওয়াবেঁকী বাজারের সভাপতি ও সেক্রেটারী কে নিয়ে যে প্রতিবেদন দেখানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে চেয়ারম্যান ও সভাপতির নামে বে নামে অবৈধ অনেক ঘর আছে কিন্তু প্রকৃতপক্ষে নওয়াবেঁকী বাজারে ঘর তো দূরের কথা আমার নামে কোন জায়গা বরাদ্দ নেই। শুধুমাত্র আমাদেরকে হেও প্রতিপন্ন করার জন্য। উক্ত সাংবাদিক অনৈতিক বা ভিন্ন প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি মিথ্যা প্রতিবেদনটি করেছেন। আমরা এই অবৈধ কাজের সম্পর্কে কোন ভাবেই অবগত নেই। অর্থের লেনদেন তো প্রশ্নেই আসেনা। এটা সম্পূর্ন মিথ্যা তথ্য হিসাবে প্রচার করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দীর্ঘ ৮ বছর চেয়ারম্যান পদে আল্লাহর রহমতে ও আটুলিয়া ইউনিয়ন বাসীর দোয়া ও আশির্বাদে চলমান আছি। জন প্রতিনিধি হয়ে প্রজাতন্ত্রীর কর্মচারী হিসাবে, জনগণের স্বার্থে, ইউনয়নের উন্নয়নের জন্য যখন যে সরকার থাকবে তখন সেই সরকারের হয়ে কাজ করতে হয় বা করা উচিত। সেই জন্য এলাকার উন্নয়ন করতে বিভিন্ন অনুষ্ঠান, মিটিং, সভায় রাজনৈতিক ব্যক্তির সাথে না চাইলেও ছবি উঠাতে হয়েছে বা বিভিন্ন পরিস্থিতিতে বাধ্য করা হয় বা হয়েছে। এই রাজনৈতিক কারনে ভিন্ন অনুষ্ঠানের তথ্য উপাত্ত বা ছবি একজন ব্যক্তির সঠিক রাজনৈতিক পরিচয় চিহ্নিত করে না। যদি তাই হত তাহলে এমন কোন ব্যক্তি কম পাওয়া যবে না যার বা যাদের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সাথে বিভিন্ন ধরনের ছবি নেই। তাহলে তাদের কি ভাবে মূল্যায়ন করা হবে বা করা উচিত সকলের কাছে জানতে চাই। যদি কোন ব্যবসায়ী বলতে পারে বা প্রমান করতে পারে আমি বা সেক্রেটারী কোথাও বা কারোর কাছ থেকে কোন কাজের জন্য টাকা লেনদেন করেছি তাহলে আইনগত যে কোন শান্তি মাথা পেতে নেব।
তিনি আরও বলেন, কয়েক বছর আগে নওয়াবেঁকী মৎস্য আড়ৎ এ একটি ঘটনা কে কেন্দ্র করে উক্ত সাংবাদিক বাদী পক্ষের হয়ে টাকার বিনিময়ে বিবাদীর সাথে সমন্বয় করার কথা হলে আমি বিষয়টি জানতে পেরে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে বাদীর সাথে বিবাদীর সমন্বয় করে লিখিত ভাবে মিমাংসা করে দিই। বিধায় উক্ত ফেজবুক পেজের সাংবাদিক টাকা লেনদেন করতে না পেরে আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং ঐ সময় দেখে নেবে বলে হুমকি দেয়। তারই পরিপ্রেক্ষিতে আমাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা বা ভিত্তিহীন মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবস্থাপনার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বাজারের ব্যবসায়ী বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপদেষ্টা মন্ডলী, সুধীজনসহ বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মন্ডলী বৃন্দ।